37.1 C
Rangpur City
Monday, March 17, 2025
Google search engine
Homeতথ্য ও প্রযুক্তিচিরতরে বিদায় নেবে 'গুগল অ্যাসিসটেন্ট' আসছে 'জেমিনি'

চিরতরে বিদায় নেবে ‘গুগল অ্যাসিসটেন্ট’ আসছে ‘জেমিনি’

এতদিন ধরে সকলের স্মার্টফোনে ছিল গুগল অ্যাসিসটেন্ট। এর ফলে যদি কোনও কিছু জানার থাকে তাহলে সেখানে সেটি বলে দিলেই অতি সহজে সেটা সামনে চলে আসবে। তবে এবার সেই ধারণা থেকে বেরিয়ে এল গুগল। ২০২৫ সাল থেকেই গুগল অ্যাসিসটেন্ট চিরতরে বিদায় নেবে। আর সেই জায়গা নিয়ে নেবে জেমিনি।

২০১৬ সাল থেকে চালু হয়েছিল গুগল অ্যাসিসটেন্ট। এরপর থেকে সেটি মানুষের চাহিদা মিটিয়ে আসছে। এবার তার জায়গা নিয়ে নেবে জেমিনি। প্রতিটি স্মার্টফোনে নিজের জায়গা করে নেবে জেমিনি।

গুগলের পক্ষ থেকে বলা হয়েছে- জেমিনি পুরোপুরি এআই দিয়ে তৈরি করা হয়েছে। এটি ফোনে থাকলে ব্যবহারকারীকে নতুন সুবিধা দেবে। তাই তারা জেমিনিকে নিয়ে আসছেন। তবে মজার কথা হল যাদের পুরনো স্মার্টফোন রয়েছে তারা কিন্তু জেমিনিকে পাবেন না। তাদের ফোনে সেই পুরনো ব্যবস্থাই চলতে থাকবে।

গুগল জানিয়েছে- যেভাবে তারা বিগত বহু বছর ধরে সকলের জন্য নতুন কিছু করেছে এবারও তার ব্যতিক্রম হবে না। জেমিনিতে যে নতুন ফিচার থাকবে তা কেবল নতুন কেনা সকল স্মার্টফোনেই থাকবে। এটি একটি উন্নত এআই। এর থেকে গ্রাহকরা অতি দ্রুত নিজেদের নানা ধরণের চাহিদা পূরণ করতে পারবেন।

আসলে বহুদিন আগেই জেমিনিকে নিয়ে এসেছে গুগল। তবে তাকে কীভাবে দ্রুত সকলের কাছে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে তারা চিন্তাভাবনা করছিলেন। এবার যদি প্রতিটি নতুন ফোনে তাদের কাজ চলতে থাকে তাহলে পৃথিবীর বিভিন্ন দেশে জনপ্রিয়তা অর্জন করবে জেমিনি।

জেমিনি নিজে এমন একটি এআই যাতে যেকোনও ধরণের চাহিদা মিটতে পারে। এটিকে গুগুল সেভাবেই তৈরি করেছে। সেখান থেকে দেখতে হলে জেমিনিকে নিয়ে মানুষের নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। (প্রযুক্তি ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য