১৪ জুলাই, ২০২২,বৃহস্পতিবার বেলা ১:৩০টায় ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় কর্মরত পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) দেওয়ান লালন আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর। তিনি
পরিবারে স্ত্রী, এক পুত্র, এক কন্যা, এক বোন, এক ভাই,আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
দেওয়ান লালন আহমেদ ১৯৭৯ সালের ৫ ডিসেম্বর টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। তিনি ২৪তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশ ক্যাডারে যোগদান করেন।
দেওয়ান লালন আহমেদ বেশকিছু গানও লিখেছেন। তিনি তালিকাভুক্ত সংগঠন গীতিকবি সংঘের একজন সদস্য হিসেবে গত মে মাসে যোগদান করেন।