ঘটতে যাচ্ছে আংশিক সূর্যগ্রহণ,স্থায়ী হবে কতক্ষণ?
চন্দ্রগ্রহণের পর এবার বিরল দৃশ্যপটে দেখা যাবে সূর্যগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, রবিবার (২১ সেপ্টেম্বর) আংশিক সূর্যগ্রহণ ঘটতে যাচ্ছে।
তবে বাংলাদেশ থেকে সূর্যগ্রহণটি দৃশ্যমান হবে না। এ গ্রহণ দেখা যাবে নিউজিল্যান্ড, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ প্রশান্ত মহাসাগর এলাকা ও আফ্রিকার কিছু অঞ্চল থেকে।
বিশ্বজুড়ে অনেক জ্যোতির্বিজ্ঞানপ্রেমী এই বিরল দৃশ্য দেখার অপেক্ষায় থাকলেও বাংলাদেশি দর্শকদের এবার কেবল খবর ও সম্প্রচারের মাধ্যমেই গ্রহণ উপভোগ করতে হবে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী- এদিন রাত ১১টা ২৯ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে।
গ্রহণ চলবে টানা ৪ ঘণ্টা ২৪ মিনিট, শেষ হবে দিবাগত রাত ৩টা ৫৩ মিনিটে। গ্রহণের সর্বোচ্চ পর্যায় দেখা যাবে রাত ১টা ৪১ মিনিটে।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করলে সূর্যগ্রহণ ঘটে।
এবারের সূর্যগ্রহণটি হবে আংশিক, অর্থাৎ চাঁদ সূর্যের একটি অংশ ঢেকে দেবে, ফলে পৃথিবীর একাংশ অন্ধকারাচ্ছন্ন হবে। (প্রযুক্তি ডেস্ক)