20.9 C
Rangpur City
Sunday, December 22, 2024
Google search engine
Homeসাহিত্যগণসঙ্গীতের শিল্পী ফকির আলমীরের ১ম মৃত্যুবার্ষিকী আজ

গণসঙ্গীতের শিল্পী ফকির আলমীরের ১ম মৃত্যুবার্ষিকী আজ

২৩জুলাই,২০২২ গণসঙ্গীতের গুণী শিল্পী ফকির আলমগীরের ১ম মৃত্যুবার্ষিকী। গত বছরের ২৩ জুলাই করোনায় আক্রান্ত হয়ে পরিবার-পরিজনসহ অসংখ্য ভক্তবৃন্দকে কাঁদিয়ে তিনি পরপারে চলে যান।

শিল্পী ফকির আলমগীর একজন সংগ্রামী মানুষ ছিলেন। সারাজীবন কেটেছে তাঁর সংগ্রাম করে। দেশ,দশ ও নিজের বেঁচে থাকার জন্য সংগ্রাম করে সারাজীবন কেটেছে তাঁর।

ফকির আলমগীর ১৯৫০ সালের ২১ ফেব্রুয়ারি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা গ্রামে জন্মগ্রহণ করেন।একজন গুণী সঙ্গীত শিল্পী হিসেবে দেশজুড়ে তিনি খ্যাতি অর্জন করেন। তাঁর গানে পাওয়া যায় দেশাত্মবোধ,গণমানুষের অবহেলিত, লাঞ্ছিত জীবনের বেদনার আর্তি আর সম্ভাবনার কথা।

তিনি তাঁর জীবদ্দশায় সামাজিক,সাংস্কৃতিক অনেক সংগঠনের সাথে জড়িত ছিলেন।১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ফকির আলমগীর। এবং এক পর্যায়ে তিনি শিল্পী হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন।

৭১ এর মুক্তিযদ্ধের পর ফকির আলমগীর বাংলাদেশ বেতার ও টেলিভিশনে নিয়মিত সংগীত পরিবেশনের পাশাপাশি বাংলা গানে এক নতুন মাত্রা সংযোজন করেন।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য