বকুল মিয়া, রংপুর গঙ্গাচড়া প্রতিনিধি:
রংপুরে গঙ্গাচড়ায় ধান ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহফুজার রহমান মাফু নামে (৫০) এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে উপজেলার মর্নেয়া ইউনিয়নের মৌভাষা বামনটারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মাফু মর্নেয়া ইউনিয়নের মৌভাষা বামনটারী গ্রামের মৃত তফেল উদ্দিনের ছেলে।
গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন জানান, ১৮আগস্ট,বৃহস্পতিবার সকাল ১০টার সময় মাহফুজার রহমান মাফু বাড়ির পাশেই তার ধান ক্ষেতে পানির পাম্প দিয়ে পানি দিতে যায়। এসময় অসাবধানতা বশত পানির পাম্পের তারে মাহফুজারের হাত জড়িয়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।