নিজস্ব প্রতিনিধি
রংপুরে অপু মুনশি ফাউন্ডেশনের চ্যারিটি ক্যান্সার হাসপাতাল ভবনের নির্মান কাজ দ্রুত এগিয়ে চলছে।
এই হাসপাতলে স্বল্পমূল্যে ক্যান্সার সহ অন্যান্য রোগের চিকিৎসা সেবা প্রদান করা হবে।এখানে মহিলাদের জন্য থাকবে বিশেষ সুবিধা। ১৭ ই জুন বৃহস্পতিবার এই হাসপাতালে নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি। উল্লেখ্য যে প্রয়াত অপু মুন্সি বাণিজ্যমন্ত্রীর একমাত্র ছেলে। মন্ত্রীমহোদয় এই অঞ্চলের মানুষের স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই ক্যান্সার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেন। মাননীয় মন্ত্রি আরো জানান, পর্যায়ক্রমে এখানে নার্সিং ইন্সটিটিউট সহ সেফহোম -সহ মাদক নিরাময় কেন্দ্র গড়ে তোলার আশা আছে ।এখানে মানুষের সেবা কার্যক্রম নতুন দিগন্তের সূচনা হবে স্বল্প মূল্যে।
আমাদের দেশে মহিলাদের ক্ষেত্রে এখনো সচেতনতার অভাব রয়েছে বিশেষ করে গ্রামীন পর্যায়ে। গ্রামীন স্বাস্থ্যসেবায় অবদান রাখবে অপু মুনশি ফাউন্ডেশন ।ডাক্তারদের সংগে আলোচনাকালে তারা মাননীয় মন্ত্রি মহোদয়কে অভিনন্দন জানান। জাতীয় সংসদে রংপুর মেডিকেলকে বিশ্ববিদ্যালয় করার জন্য, এবং সেই সাথে অপু মুনশি ফাউন্ডেশন এর একটি মেডিকেল কলেজ করার জন্য। মন্ত্রি জানান মাননীয় প্রধানমন্ত্রী রংপুর এর উন্নয়নে সবসময় আন্তরিক । আশা করা যায় আগামী অর্থ বছরের মধ্যেই রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন হবে।