27.9 C
Rangpur City
Friday, April 18, 2025
Google search engine
Homeবিনোদন ও লাইফস্টাইলকৌতুক অভিনেতা জাভেদ কোদু আর নেই

কৌতুক অভিনেতা জাভেদ কোদু আর নেই

রবিবার (১৩ এপ্রিল) ভোরে পাকিস্তানের কিংবদন্তি ও বিখ্যাত কৌতুক অভিনেতা জাভেদ কোদু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঞ্চ ও টেলিভিশনে নিজের স্বল্প উচ্চতার জন্য ব্যাপকভাবে পরিচিতি লাভ করা এ অভিনেতা দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে মারা গেলেন।

তার মৃত্যু কৌতুকের জন্য একটি যুগের সমাপ্তির অবসান। প্রিয় অভিনেতার মৃত্যুতে দেশটির অগুণিত মানুষ শ্রদ্ধা জ্ঞাপন করছেন।

সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন অনুযায়ী, সিংপুরায় অভিনেতার বাসভবনের পেছনের জায়গায় মরদেহের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তারপর সিংপুরা কবরস্থানে সমাহিত করা হবে তাকে। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত ছিলেন।

দীর্ঘ চার দশকেরও বেশি সময় বিনোদন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন অভিনেতা জাভেদ। নিখুত সময়জ্ঞান ও অনবদ্য প্রতিভা থেকে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। স্বল্প উচ্চতা (বামনত্ব) হওয়ার কারণে জীবনে অসংখ্য সামাজিক ও পেশাদার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাকে।

জাভেদ মঞ্চের বাইরে এবং মঞ্চে উপহাস ও বৈষম্যের শিকার হওয়ার পরও বিভিন্ন প্রতিকূলতার ঊর্ধ্বে পাকিস্তানের থিয়েটার ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম একজন হয়ে উঠেন। দেশটির আরেক কিংবদন্তি কৌতুক অভিনেতা আখতার হোসেন আলবেলা ভীষণ স্নেহ থেকে ‘কোদু’ নাম দিয়েছিলেন জাভেদকে।
১৯৮১ সালে ‘সোদে বাজ’ নাটকের মাধ্যমে অভিনয়ে ডেবিউ করেন জাভেদ। দীর্ঘ ক্যারিয়ারে ১৫০টিরও বেশি পাঞ্জাবি ও উর্দু সিনেমায় এবং অসংখ্য মঞ্চ নাটকে অভিনয় করেছেন তিনি।

এ অভিনেতার উল্লেখযোগ্য টেলিভিশন কাজের মধ্যে রয়েছে ‘আশিয়ানা’ নাটক, যা এখনো বেশ আগ্রহের সঙ্গে মনে করে থাকেন দর্শকরা।পাকিস্তানি থিয়েটার-সিনেমায় জাভেদের অবদান অপরিসীম।
(বিনোদন ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য