দিদার আলম
রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন। তিনি এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।২০/০৬/২০২১ ইং তারিখে জাতীয় শ্রমিক লীগ রংপুর মহানগর কার্যালয়ে এক সাধারণ সভায় এম এ মজিদ কে ফুলেল শুভেচ্ছা জানান রংপুর সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রংপুর জাতীয় শ্রমিক লীগের সভাপতি রুস্তম আলী, রংপুর সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ড কাউন্সিলর ও জাতীয় শ্রমিক লীগ রংপুর মহানগর কমিটির সহ-সভাপতি রহমতউল্লাহ বাবলা, প্রচার সম্পাদক মোমিনুর রহমান রুবেল, মেট্রোপলিটন কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক আহাম্মেদ রায়হান রাজু, মাহিগঞ্জ থানার সাধারণ সম্পাদক এরশাদ আলী মানিক এবং ৩৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক দিদার আলম প্রমূখ নেতৃবৃন্দ। উপস্থিত সবাই আশাবাদ ব্যক্ত করেন যে,এম এ মজিদ এর যোগ্য নেতৃত্বে সমগ্র বাংলাদেশের সড়ক পরিবহন শ্রমিকগন সকল মামলা-হামলা থেকে মুক্তি পাবে এবং সেইসাথে শ্রমিকদের দীর্ঘদিনের ন্যায্য দাবি আদায় হবে।