হলিউডের ডলবি থিয়েটারে পাশ্চাত্য সিনেমার সেরা মঞ্চ প্রস্তুত। আগামী ২ মার্চ বসবে তারার মেলা। ঘোষিত হবে অস্কারজয়ী তারকাদের নাম। মর্যাদাপূর্ণ স্বীকৃতি অস্কারের মঞ্চে পুরস্কৃত হবেন ২৩ বিভাগের তারকারা।
সেরা পার্শ্বঅভিনেতা হিসাবে অস্কার মনোনয়ন তালিকায় রয়েছেন- ‘আনোরা’র ইউরো বরিসভ, ‘আ রিয়েল পেইন’-এর কিয়েরান কুলকিন, ‘আ কমপ্লিট আননৌন’র এডওয়ার্ড নর্টন, ‘দ্য ব্রুটালিস্ট’র গাই পিয়ার্স, ‘দ্য অ্যাপ্রেনটিস’-এর জেরেমি স্ট্রং। এ শাখায় বাফটা জিতেছিলেন ‘আ রিয়েল পেইন’-এর কিয়েরান কুলকিন।
সেরা পার্শ্বঅভিনেত্রী হিসাবে পুরস্কার পেতে পারেন ‘আ কমপ্লিট আননৌন’র মনিকা বারবারো, ‘ইউকেড’র আরিয়ানা গ্র্যান্ডি, ‘দ্য ব্রুটালিস্ট’র ফেলিসিটি জোন্স, ‘কনক্রিট’র ইসাবেলা রসেলিনি, ‘এমিলিয়া পেরেজ’র জো সালদানা। এরই মধ্যে বাফটা জিতে অস্কার জেতার সম্ভাবনাকে এগিয়ে নিয়েছেন জো সালদানা।
মনোনয়ন তালিকাগুলো বলছে, এবারের অস্কারের সর্বাধিক পুরস্কার যেতে পারে ‘এমিলিয়া পেরেজ’র শিবিরে। সেরা অ্যানিমেশন ফিচার ফিল্মের মনোনয়ন তালিকায় ‘ফ্লো’, ‘ইনসাইড আউট ২’, ‘দ্য ওয়াইল্ড রোবোট’ থাকলেও শেষ পর্যন্ত বাফটা জিতেছে ‘ওয়ালেন্স অ্যান্ড গ্রোমিট : ভেনজেন্স মোস্ট ফাউল’ সিনেমাটি। অস্কারের মনোনয়ন তালিকায়ও রয়েছে এটি। এখানে এটির অন্য প্রতিদ্বন্দ্বী সিনেমাগুলো হচ্ছে-‘ফ্লো’, ‘ইনসাইড আউট ২’, ‘দ্য ওয়াইল্ড রোবোট’ এবং ‘মেমোয়ার অব আ স্নেইল’।
ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম শাখায় পুরস্কার পেতে পারে ব্রাজিলের ‘আই অ্যাম স্টিল হেয়ার’, ডেনমার্কের ‘দ্য গার্ল উইথ দ্য নিড্ল’, ফ্রান্সের ‘এমিলিয়া পেরেজ’, জার্মানির ‘দ্য সিড অব দ্য স্যাকরেড ফিগ’ এবং লাটভিয়ার ‘ফ্লো’।
(বিনোদন ডেস্ক)