22.7 C
Rangpur City
Friday, November 14, 2025
Google search engine
Homeখেলাধুলাকার হাতে উঠবে ব্যালন ডি’অর,ইয়ামাল নাকি দেম্বেলে

কার হাতে উঠবে ব্যালন ডি’অর,ইয়ামাল নাকি দেম্বেলে

সোমবার (২২ সেপ্টেম্বর) মধ্যরাতে প্যারিসের বিখ্যাত থিয়েটার দ্য শাতলিয়ে-তে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের আনুষ্ঠানিকতা। এই বছর শেষ মুহূর্তের হাড্ডাহাড্ডি লড়াইয়ে দৌড়ে এগিয়ে রয়েছেন উসমান দেম্বেলে। চ্যাম্পিয়ন্স লিগ জয় পিএসজিকে ইতিহাস গড়াতে বড় অবদান রাখায় ফরাসি ফরোয়ার্ডের দিকেই ঝুঁকছে চোখ।

দেম্বেলের সিজন পরিসংখ্যানও চমকপ্রদ, ৫৩ ম্যাচে ৩৫ গোল এবং ১৬টি অ্যাসিস্ট। শুধু ব্যক্তিগত নৈপুণ্য নয়, লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগে দলগত সাফল্যও তাকে এগিয়ে রাখছে।

যদি শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি বিজয়ী না হতো, তাহলে সম্ভবত রাফিনহা হতো নির্বাচকের পছন্দ। বার্সেলোনাকে ঘরোয়া ট্রেবল জিতাতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল ৫৭ ম্যাচে ৪২ গোল এবং ২৫টি অ্যাসিস্টের অবদানে রাফিনহা আলোচনায়।

আরেকটি নজরকাড়া নাম হলেন নতুন ফুটবল বিস্ময় লামিন ইয়ামাল। বয়স কম হলেও ঘরোয়া ট্রেবল জয়ে তার অবদান, ১৮ গোল ও ২৫ অ্যাসিস্টের রেকর্ড, ভবিষ্যতের তারকাকে প্রমাণ করছে। তবে হয়তো এবার তাকে সেরা উদীয়মান খেলোয়াড়ের তালিকায় রাখা হবে।

৩০ জনের মনোনীত খেলোয়াড়ের তালিকায় মোহাম্মদ সালাহ, হ্যারি কেইনদের মতো বড় তারকাদের নাম থাকলেও আলোচনার কেন্দ্রে এবার দেম্বেলে, রাফিনহা ও ইয়ামাল।

শেষ হাসি কে হাসবেন দেম্বেলে, রাফিনহা নাকি ইয়ামাল সেটাই দেখা যাবে সোমবার প্যারিসের মঞ্চে। এবারের অনুষ্ঠান উপস্থাপনা করবেন সাবেক ব্যালন ডি’অর বিজয়ী রুড গুলিট, সাথে থাকবেন ব্রিটিশ সাংবাদিক কেট স্কট। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য