সাজেদুল করিম:
রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় রবি/২০২০-২১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পঞ্চাশ একর ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয় চাষাবাদ ( Synchronised Cultivation) এর কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে বোরো ধান কর্তন কার্যক্রম শুরু । ২৫ মে,মঙ্গলবার দুপুর বার টায় কার্যক্রম অনুষ্ঠান উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক মাননীয় জনাব, মোঃ আসিব আহসান। তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের পশ্চিম রহিমাপুর এলাকায় কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে বেরো ধান কর্তন কার্যক্রমের সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব,মোঃ আমিনুল ইসলাম। নির্বাহী কর্মকর্তা,তাঁরাগঞ্জ উপজেলা, আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তাঁরাগঞ্জ, রংপুর।