20.9 C
Rangpur City
Sunday, December 22, 2024
Google search engine
Homeসাহিত্যকবি শামসুর রাহমান এঁর ১৬তম মৃত্যুবার্ষিকী

কবি শামসুর রাহমান এঁর ১৬তম মৃত্যুবার্ষিকী

১৭আগস্ট,২০২২,বুধবার বাংলা কবিতার অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী। কবি অত্যন্ত সাবলীল ধারায় লেখালেখির মাধ্যমে বাংলা সাহিত্যে অসাধারণ অবদান রেখেছেন দীর্ঘ ছয় দশক ধরে।

কবি শামসুর রাহমান ১৭আগস্ট,বৃহস্পতিবার,
২০০৬ সালে সন্ধ্যা ৬:৩৫ মিনিটে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কবি’র জন্ম ২৩ অক্টোবর,১৯২৯ সালে ঢাকার মাহুতটুলিতে। পৈতৃক নিবাস নরসিংদী জেলার
পাড়াতলি গ্রামে। কবিকে তার ইচ্ছানুযায়ী ঢাকার বনানী কবরস্থানে, মায়ের কবরের পাশে সমাহিত করা হয়।

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান বিংশ শতাব্দীর দ্বিতীয়ভাগে দুই বাংলায় তাঁর শ্রেষ্ঠত্ব ও জনপ্রিয়তা প্রতিষ্ঠিত। তিনি নাগরিক কবি হিসেবে পরিচিত ছিলেন।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ওপর লিখিত তাঁর কবিতা খুবই জনপ্রিয়।

কবি শামসুর রাহমান পেশায় ছিলেন সাংবাদিক । সাংবাদিক হিসেবে ১৯৫৭ সালে কর্মজীবন শুরু করেন দৈনিক মর্নিং নিউজ-এ। প্রায় এক দশক ধরে তিনি দৈনিক বাংলা’র সম্পাদক ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন পত্র-পত্রিকায় সম্পাদক ও সাংবাদিকতার দায়িত্ব পালন করেন।

কবি শামসুর রাহমান একুশে পদক, স্বাধীনতা পদক, আদমজি সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য