31.7 C
Rangpur City
Saturday, March 15, 2025
Google search engine
Homeবিনোদন ও লাইফস্টাইলকণ্ঠ শিল্পী মিকা সিং যত সম্পদের মালিক!

কণ্ঠ শিল্পী মিকা সিং যত সম্পদের মালিক!

হিন্দি সিনেমার মাসালাদার গান মানেই মিকা সিংয়ের কণ্ঠ জরুরি। সেই ২০০৬ সালে ‘আপনা স্বপ্না মানি মানি’ সিনেমার ‘দেখা জো তুঝে ইয়ার’ গান দিয়ে বলিউডে প্লেব্যাক শুরু করেছিলেন, সেই যাত্রা থামেনি এখনো। এই দীর্ঘ সময়ে তাঁর হিট গানের সংখ্যা গুনে শেষ করা কঠিন। অনেকবার সমালোচনার মুখে পড়েছেন, তবে তাতে ক্যারিয়ারে ভাটা পড়েনি কখনো। দুহাতে অর্থ কামিয়েছেন। উড়িয়েছেন। বেশির ভাগই মিকা বিনিয়োগ করেছেন রিয়েল এস্টেটে, যার ফলে তাঁর বাড়ির সংখ্যা এখন ৯৯টিতে দাঁড়িয়েছে।

মিকার আশা- শিগগিরই এ সংখ্যা ১০০ হয়ে যাবে। তিনি জানিয়েছেন, এত বাড়ি কিনবেন, এমন কোনো স্বপ্ন তাঁর ছিল না। তাঁর সামনে শুধু সুযোগ এসেছে আর সেটা তিনি গ্রহণ করেছেন। মিকা বলেন, ‘আমি যখন ক্যারিয়ার শুরু করি, তখন ৭৫ রুপি পারিশ্রমিক পেতাম। কম বেতনে কাজ করার জন্য কোনো আফসোস আমার ছিল না। বরং ওই বয়সে এ টাকাটাই অনেক মনে হতো। আমি গিটার বাজাতাম, গাইতাম, জাগরণে পারফর্ম করতাম, কীর্তন ও কাওয়ালি গাইতাম—এমন কোনো ভক্তিমূলক আসর নেই, যেখানে পারফর্ম করিনি। একটা শিক্ষা আমি পেয়েছি, যদি কোনো ভালো সুযোগ সামনে আসে, সেটা গ্রহণ করো।’

মিকা সিং জানিয়েছেন- তাঁর ৯৯তম বাড়িটির ডিজাইন করেছিলেন শাহরুখের স্ত্রী গৌরী খান। বাড়ি কেনা তাঁর নেশা নাকি বিনিয়োগ? উত্তরে মিকা জানান, সঞ্চয়ের একটা শক্তি আছে, সেটা বোঝা জরুরি। সংগীতশিল্পী বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের সৎভাবে অর্থ আয় করা উচিত এবং বুদ্ধির সঙ্গে ব্যয় করা উচিত।

আমার ১০০ একরের একটি খামার আছে, যা আমার মূল্যবান সম্পদগুলোর মধ্যে অন্যতম। এই খামারের ওপর ১৫০টি পরিবারের রুটিরুজি নির্ভর করে।’ (বিনোদন ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য