টেস্ট অধিনায়কত্ব পাওয়ার পর শুবমাল গিল যা করছেন। ব্যাটার হিসেবে আগে থেকেই দুর্দান্ত, এবার আর্মব্যান্ড পাওয়ার পর যেন আরো ক্ষুরধার তিনি। অধিনায়কত্ব যেন গিলের সৌভাগ্য।
ভারতের সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক তার শুরুটা রাঙিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরিতে।
লিডসের পর এবার এজবাস্টনে আরো বড় কীর্তি গড়েছেন। ভারতের প্রথম অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি।
ক্যারিয়ারের প্রথম দ্বিশতকে আবার কিংবদন্তিদের পাশে বসেছেন। ভারতের ষষ্ঠ অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি।
গিলের আগে এই কীর্তি গড়েছেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার ও মনসুর আলী খান পতৌদি। এই তালিকায় কোহলি অনন্য।
অন্যরা একটি করে করলেও ‘রান মেশিন’ খ্যাত কোহলি করেছেন ৭টি। তবে একটা জায়গায় সবাইকে ছাড়িয়ে গেছেন গিল। (স্পোর্টস ডেস্ক)