রিয়াল মাদ্রিদ কষ্টার্জিত জয় পেয়েছে লা লিগায় আলাভেসের বিপক্ষে।প্রতিপক্ষের মাঠে মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গার একমাত্র গোলে জয়ের বন্দরে পৌঁছায় তারা। তবে তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে লাল কার্ড দেখায় ম্যাচ জয়ের সেই আমেজ কিছুটা ম্লান হয়েছে রিয়ালের।
ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষ খেলোয়াড়কে মারাত্মক ট্যাকল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ফরাসি এই তারকাকে। পরে অবশ্য ম্যাচ শেষে তিনি নিজের ভুলের জন্য ক্ষমাও চেয়েছেন। রিয়াল মাদ্রিদের সহকারী কোচ ডেভিড আনচেলত্তি এমনটাই জানিয়েছেন।
রবিবার (১৩ এপ্রিল) আলাভেসের ঘরের মাঠে খেলতে নেমেছিল লস ব্লাঙ্কোসরা। ম্যাচের শুরু থেকেই আলাভেসের খেলোয়াড়দের থেকে ছোট ছোট ফাউলের শিকার হতে থাকেন মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে ম্যাচের ৩৮তম মিনিটে আলাভেসের মিডফিল্ডার আন্তোনিও ব্লাঙ্কোকে পেছন থেকে স্লাইডিং ট্যাকল করে বসেন এমবাপ্পে।
রেফারি সিজার সোটো গ্রাদো প্রথমে তাকে হলুদ কার্ড দেখালেও, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে পরিবর্তন করা হয় সিদ্ধান্ত। মাঠে থাকা মনিটরে রিপ্লে দেখে রেফারি এমবাপ্পেকে সরাসরি লাল কার্ড দেখান। ২৬ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড মাদ্রিদের জার্সিতে এই প্রথম লাল কার্ড দেখলেন।
রিয়ালের প্রধান কোচ কার্লো আনচেলত্তি নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে ডাগআউটে ছিলেন না। তার বদলে দায়িত্ব পালন করেন আনচেলত্তির ছেলে ও রিয়ালের সহকারী কোচ ডেভিড আনচেলত্তি। ম্যাচ শেষে তিনি এমবাপ্পের লাল কার্ড প্রসঙ্গে বলেন, ‘আমি এখনও ওর (এমবাপ্পে) সঙ্গে বিস্তারিত কথা বলিনি। তবে প্রথমেই বলতে চাই, এমবাপ্পে সহিংস খেলোয়াড় নয়। সে ক্ষমা চেয়েছে, সে তার ভুল বুঝতে পেরেছে। এটা লাল কার্ড ছিল এবং সে শাস্তি পেয়েছে।’
ডেভিড আনচেলত্তি আরও যোগ করেন, ‘ম্যাচে ওর প্রতি বারবার ছোট ছোট ফাউল করা হচ্ছিল, সম্ভবত সেটাই এমন প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। যদিও এ ধরনের প্রতিক্রিয়া কোনোভাবেই কাম্য নয়।’
ক্লাবের একটি সূত্র নিশ্চিত করেছে, (স্পোর্টস ডেস্ক)