ফিফা প্রকাশিত সর্বশেষ পুরুষদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছে স্পেন। ২০১৪ সালের পর তারা প্রথম স্থান অর্জন করেছে। এক ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছে ফ্রান্স। এই দুই দলের এক ধাপ করে উন্নতি হয়েছে। বিপরীতে দুই বছরের আধিপত্যের অবসান ঘটেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার।
প্রথম স্থান হারিয়ে তারা এখন তিনে নেমেছে।পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এক ধাপ অবনতির পর তাদের বর্তমান অবস্থান ষষ্ঠ। আর ছয় নম্বর থেকে এগিয়ে ব্রাজিলের জায়গা (পঞ্চম) দখল করেছে পর্তুগাল।
এক ধাপ করে এগিয়েছে ক্রোয়েশিয়া ও ইতালি। এর মধ্য দিয়ে সাবেক চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি র্যাংকিংয়ের শীর্ষ দশে ফিরল। ক্রোয়েশিয়ার অবস্থান নবম।
ফিফা র্যাংকিংয়ের এখন শীর্ষ দশে অবস্থান করছে স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, পর্তুগাল, ব্রাজিল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ক্রোয়েশিয়া ও ইতালি।
বাংলাদেশের অবস্থানের অবশ্য কোনো পরিবর্তন হয়নি। ১৮৪তম স্থানে আগের মতোই রয়ে গেছে হাভিয়ের কাবরেরার দল। বাংলাদেশের সঙ্গে খেলে নেপালও আগের মতো ১৭৬তম অবস্থানে আছে।
এবারের ফিফা র্যাংকিংয়ে সর্বোচ্চ ১০ ধাপ উন্নতি হয়েছে স্লোভাকিয়ার। একই সঙ্গে সর্বোচ্চ ২৫.৩১ পয়েন্টও পেয়েছে তারা। সর্বাধিক ৯ ধাপ অবনতি ঘটেছে জিম্বাবুয়ে ফুটবল দলের। আর সর্বোচ্চ পয়েন্ট (২৬.১৮) কাটা গেছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের। (স্পোর্টস ডেস্ক)