রিদওয়ান ইসলাম বিহন :
ইন্ডিয়ান চলচ্চিত্রে বিখ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অঙ্কুশ হাজরাকে নিয়ে শাপলা মাল্টিমিডিয়া নির্মিত করতে যাচ্ছে “ছোট মা“ চলচিত্রটি।ছবিটি পরিচালনার কাজ পেয়েছে অপূর্ব-রানা। সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিলু। ইতোমধ্যে দুই অভিনয়শিল্পীর সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়েছে।করোনাভাইরাস এর পরিস্থিতি স্বাভাবিক হলেই শুটিংয়ের কাজ শুরু করবেন তারা। প্রথমবারের মতো ইন্ডিয়ান এই দুই তারকা একসাথে বাংলাদেশের হয়ে শুটিংয়ের কাজ করবেন।