এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।আইপিএল চলাকালীন এক লাইভ শোতে উপস্থাপক পঙ্কজের ওপর রাগ সামলাতে না পেরে টেলিভিশন ভাঙার ঘটনা ইউটিউব চ্যানেল ‘স্পোর্টস তাক’-এর সরাসরি সম্প্রচার চলাকালীন তিনি মেজাজ হারিয়ে টেবিলে থাকা শক্ত বস্তু ছুঁড়ে মারেন স্টুডিওর টেলিভিশনের দিকে, যার ফলে স্ক্রিন ফুটো হয়ে যায় এবং টেলিভিশন বন্ধ হয়ে যায়।
শুধু তাই নয়, স্টুডিওর কাঁচের টেবিলেও ধাক্কা দেন তিনি, যার ফলে সাজিয়ে রাখা একটি ব্যাট মঞ্চ থেকে পড়ে যায়। পাশে থাকা একজন তাকে শান্ত করার চেষ্টা করলেও তিনি তখনও ক্ষোভে ফুঁসছিলেন।
এই অস্বাভাবিক ঘটনার মূল কারণ ঋষভ পন্তের হতশ্রী ব্যাটিং। লখনৌ সুপার জায়ান্টস ২৭ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে এবং অধিনায়কত্বের দায়িত্বও দিয়েছে। তবে এ বছর তার পারফরম্যান্স ভীষণই হতাশাজনক।
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই তিনি শূন্য রানে আউট হন এবং গুরুত্বপূর্ণ সময়ে স্টাম্পিং মিস করেন। ম্যাচটি লখনৌ মাত্র ১ উইকেটের ব্যবধানে হেরে যায়। এরপর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচেও পন্ত ১৫ বলে মাত্র ১৫ রান করেন, যেখানে দল ছিল পুরোপুরি চাপমুক্ত অবস্থায়।
এই ব্যর্থতাই পঙ্কজের ক্ষোভের মূল কারণ। তিনি লাইভ শোতে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ‘সে আরও কতবার সুযোগ পেতে চায়? আইপিএল চলছে আর সে একের পর এক সুযোগ পেয়েই যাচ্ছে। কিন্তু আমি আপনাদের বলছি, সে কী করবে, তা আগেই বলে দেয়া যায়। ওর ওপর আর ভরসা করা যায় না। সে কেমন অধিনায়ক? ওর মতো অধিনায়ক আমাদের দরকার নেই।’
পঙ্কজের এই আচরণের ভিডিও দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকে তার আচরণকে ‘জঘন্য’ বলে মন্তব্য করেছেন। তবে এটিই প্রথম নয়, যখন ঋষভ পন্তের ব্যাটিং দেখে কেউ রেগে গেছেন। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক বাজে শট খেলে আউট হওয়ার পর ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কারও ধারাভাষ্য দেয়ার সময় পন্তকে তিনবার ‘স্টুপিড’ বলে সম্বোধন করেছিলেন। (স্পোর্টস ডেস্ক)