সাবেক ডেপুটি স্পিকার ও কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি,এমপি।
বাণিজ্যমন্ত্রী এক শোক বার্তায় বলেন, অধ্যাপক আলী আশরাফ ছিলেন একজন নিবেদিত প্রাণ রাজনীতিবিদ। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় শূণ্যতার সৃষ্টি হলো। দেশ ও জনগণের সেবায় তাঁর অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পিত্তথলির সংক্রমণ নিয়ে অধ্যাপক আলী আশরাফ গত ১০ জুলাই তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাঁর অবস্থার অবনতি ঘটে। ১৩ জুলাই তাঁকে আইসিইউতে নেওয়ার পর ২১ জুলাই ‘লাইফ সাপোর্টে’নেওয়া হলে তিনি সেখানে ৩০জুলাই শুক্রবার মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। শুক্রবার বাদ এশা গুলশানের আজাদ মসজিদে মরহুমের জানাজার নামাজ অনিষ্ঠত হবে। পরবর্তীতে মরহুমকে নিজ এলাকা কুমিল্লায় নিয়ে যাওয়া হবে।