20.9 C
Rangpur City
Sunday, December 22, 2024
Google search engine
Homeখেলাধুলাআল নাসরের বড় জয় রোনালদোর ৮৫০তম গোলে

আল নাসরের বড় জয় রোনালদোর ৮৫০তম গোলে

স্পোর্টস ডেস্ক –

সৌদি প্রো লীগে বড় জয় তুলে নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। আল-হাজম এর বিপক্ষে রোনালদো সাদিও মানেদের পাশাপাশি গোলের দেখা পেয়েছে স্থানীয় খেলোয়াড়রা এদিন রোনালদো পেশাদার ক্যারিয়ারের ৮৫০ তম গোল পূর্ণ করেছেন। এতে আলহাজেমকে তাদের মাঠেই ৫-১ গোলে পরাজিত করেছে আল নাসর।

প্রথম দুই ম্যাচে হেরে বেশ চাপে ছিল আল নাসর। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর জাদুর ছোঁয়ায় গোটা দৃশ্যপট এখন বদলে গেল। টানা তিন ম্যাচে ৬ গোল করে আল নাসরের সমর্থকদের মনে আশা ফিরিয়ে এনেছেন এই পর্তুগিজ মহাতারকা।

সর্বশেষ গতকাল রাতে আল হাজমের বিপক্ষে ৫-১ ব্যবধানে পাওয়া জয়ে দলের চতুর্থ গোলটি এসেছে রোনালদোর কাছ থেকে।

এ গোলে নতুন এক মাইলফলকও স্পর্শ করেছেন ‘সিআর সেভেন’। এটি রোনালদোর ক্যারিয়ারের ৮৫০তম গোল। বর্তমানে যাঁরা খেলছেন, তাঁদের মধ্যে রোনালদোর কাছাকাছি আছেন কেবল লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের গোলসংখ্যা ৮১৮।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য