নিজস্ব প্রতিনিধি –
সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা।যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্যবান মুসলমানরা ঈদের নামাজ আদায়ের পরপরই শুরু করেছেন পশু কোরবানি।
হযরত ইব্রাহীম (আ.) এঁর দেখানো পথে ত্যাগের মহিমা ও উৎসর্গের আনন্দ নিয়ে ১৭জুন,২০২৪,
সোমবার এ ধর্মীয় উৎসব উদযাপিত হচ্ছে।
‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ’ তাকবির ধ্বনি দিতে দিতে ঈদ জামাতে হাজির হন মুসল্লিরা। নামাজের পর মোনাজাতে দেশ-জাতি তথা বিশ্ব মুসলিমের জন্য দোয়া করা হয়।
রংপুর নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের নামাজ শেষ করেই পশু কোরবানি দিতে ব্যস্ত সময় পার করছেন নগরবাসী। মসজিদের ইমাম-মোয়াজ্জেন এবং বিভিন্ন মাদরাসার ছাত্ররা পশু জবাইয়ে অংশ নিচ্ছেন।
প্রতিবেশীরা একে অপরের পশু জবাই দিতে সহযোগিতা করছেন।বাড়ির সামনের রাস্তায়, গাড়ির গ্যারেজ এবং কেউ কেউ খোলা মাঠে পশু কোরবানি দিচ্ছেন।