সাহিত্য ডেস্ক-
ভারতের পশ্চিম বঙ্গের জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এঁর জন্ম ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর-সরদা সুন্দরী দম্পতির রবীন্দ্রনাথ ঠাকুর চতুর্দশ সন্তান ছিলেন। ঠাকুর পরিবার এর উচ্চতর সাংস্কৃতিক,মানবিক ও মূল্যবোধের পারিবারিক পরিবেশে তিনি শৈশব থেকেই বেড়ে ওঠেন।
বরেণ্য এই বাঙালির ১৬৩তম জন্মজয়ন্তী আজ।
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সাহিত্য কর্মের মধ্য দিয়ে বাঙালির জীবনঘনিষ্ঠ হয়ে আছেন। তাঁর গান বাংলার মানুষ জাতীয় সংগীত হিসেবে গেয়ে ধন্য।
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কবি, উপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, প্রাবন্ধিক, দার্শনিক, ভাষাবিদ, চিত্রশিল্পী-গল্পকার ছিলেন।
মাত্র আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। তাঁর প্রথম লেখা কবিতা ‘অভিলাষ’ ১৮৭৪ সালে ‘তত্ত্ববোধিনী পত্রিকা’য় প্রকাশিত হয়।
সমসাময়িক বিশ্বে তিনি অসাধারণ সৃষ্টিশীল লেখক ও সাহিত্যিক হিসেবে খ্যাতি লাভ করেন। তাঁর সাহিত্যকর্ম বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত ও পাঠ্য সূচিতে সংযোজিত হয়েছে। গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন।