20.9 C
Rangpur City
Sunday, December 22, 2024
Google search engine
Homeশিক্ষাআগামীকাল মঙ্গলবার এইচএসসির ফল প্রকাশ

আগামীকাল মঙ্গলবার এইচএসসির ফল প্রকাশ

আগামী ১৫অক্টোবর,মঙ্গলবার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হবে। আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘মঙ্গলবার সকাল ১১টায় স্ব স্ব বোর্ড চেয়ারম্যান তাদের দপ্তরে বসে ফল প্রকাশ করবেন। এরপর শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে তাদের ফল জানতে পারবেন।

তবে আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে সব বোর্ডের ফলাফলের একটি সারসংক্ষেপ তৈরি করা হবে। যা গণমাধ্যম কর্মীদের সরবরাহ করা হবে।’

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ শিক্ষার্থী। তবে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মাঝপথে বন্ধ হয়ে যাওয়া পরীক্ষার ফল এসএসসির সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দেওয়া হবে বলে জানা যায়। 

যেভাবে জানা যাবে ফল-
অন্যান্য বারের মতের এবারও শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি যে কোনো মোবাইল থেকে এসএমএস করে উচ্চমাধ্যমিকের ফল জানা যাবে। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানতে ইংরেজিতে এইচএসসি লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৪ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানতে পারবে শিক্ষার্থীরা।
(শিক্ষা ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য