31.1 C
Rangpur City
Saturday, September 21, 2024
Google search engine
Homeবিভাগীয় খবরআগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসির নির্দেশমতে দায়িত্ব পালন করবে পুলিশ: রংপুরে আইজিপি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসির নির্দেশমতে দায়িত্ব পালন করবে পুলিশ: রংপুরে আইজিপি।

মো: সাকিব চৌধুরী

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনারের (ইসি) নির্দেশমতে দায়িত্ব পালন করবে পুলিশ।

সোমবার (১৮ই সেপ্টেম্বর) সকালে রংপুর জেলা শিল্পকলা অডিটরিয়ামে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জঙ্গিবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে লক্ষ্যে গোয়েন্দা সংস্থা, র‌্যাবসহ পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। যদি কোনো তথ্য পাওয়া যায় তবে ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুল্লাহ আল মামুন বলেন, র‌্যাব সম্প্রতি বান্দরবনে জঙ্গিদের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেছে। পুলিশের তৎপরতায় মৌলভীবাজারে জঙ্গিরা সংগঠিত হতে পারেনি। আমরা জঙ্গিদের চেয়ে একধাপ এগিয়ে রয়েছি। জঙ্গিরা কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করার আগেই আমরা ব্যবস্থা গ্রহণ করতে পেরেছি।

তিনি আরও বলেন, জঙ্গি দমনে জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে আমাদের গোয়েন্দা পুলিশ সবসময় তৎপর। আগামী দিনে স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট পুলিশ গড়তে রংপুরবাসীর কাছে সবধরনের সহযোগিতা আশা করেন তিনি।

তিনি আরও বলেন, মাদক, যানজট এবং জুয়া সার্বক্ষণিক চাপ রেখে এর উপর আভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আইজিপি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সময় পুলিশ নির্বাচন কমিশনের আওতাধীন থাকবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশ কাজ করবে। শতবর্ষের পুরোনো পুলিশ বাহিনী অতীতে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করেছে, আগামীতেও একসঙ্গে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কাজ করবে।

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দেশের মানুষের জানমাল অনিরাপদ করার যেকোনো অপচেষ্টা রুখে দেওয়ার সক্ষমতা পুলিশের রয়েছে। এজন্য আমাদের প্রস্তুতি রয়েছে। পুলিশ প্রস্তুত রয়েছে। পুলিশে বর্তমানে প্রশিক্ষিত জনবল রয়েছে। লজিস্টিক ও প্রয়োজনীয় সরঞ্জমাদি রয়েছে।

এর আগে পুলিশ প্রধান সুরভী উদ্যানের সামনে থেকে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা করেন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অতিথিরা জেলা শিল্পকলা অডিটরিয়ামে আরপিএমপির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক সুধী সমাবেশ মিলিত হয়।

সমাবেশের শুরুতে মেট্রোপলিটন পুলিশের গত ৫ বছরের কার্যক্রমের উপর নির্মিত ডকুমেন্টরি প্রদর্শন শেষে কেক কেটে ৬ বছরে পদার্পণের শুভ সূচনা করেন আইজিপি

এতে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, মহানগর পুলিশ কমিশনার মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ রংপুর মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

News Desk
News Deskhttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য