29.8 C
Rangpur City
Tuesday, May 6, 2025
Google search engine
Homeখেলাধুলাআইপিএলে নতুন রেকর্ড গড়লেন পরাগ

আইপিএলে নতুন রেকর্ড গড়লেন পরাগ

টানা ছয় বলে ছক্কা হাঁকানোর কীর্তি গড়লেন আইপিএলে রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ। আইপিএলের ইতিহাসে প্রথমবার এক নতুন রেকর্ড গড়লেন এই ব্যাটার।

এক ওভারের সব বলে নয় দুই ওভার মিলিয়ে টানা ছয় বলে ৬টি ছক্কা মারেন তিনি। ইডেন গার্ডেন্সে রবিবার(৪মে) রাজস্থান রয়্যালসকে ১ রানে হারিয়ে প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স।

এই দিন আইপিএলের কলকাতা-রাজস্থানের ম্যাচে ১৩তম ওভারে মঈন আলির প্রথম বলে সিঙ্গেল নিয়ে পরাগকে স্ট্রাইক দেন শিমরন হেটমায়ার। পরের ৫ বলে ৫টি ছক্কা মারেন রাজস্থানের এই ব্যাটার। পরের ওভারে বরুণ চক্রবর্তীর প্রথম বলে সিঙ্গেল নিয়ে পরাগকে আবার স্ট্রাইক দেন হেটমায়ার। এই ওভারেও নিজের খেলা প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েন পরাগ।

এদিন চারে নেমে ৪৫ বল খেলে ৮ ছক্কা ও ৬ চারের সাহায্যে ৯৫ রান করেন পরাগ। কিন্তু নিজে রান করার পাশাপাশি রেকর্ড করলেও দলকে জয় এনে দিতে পারেননি তিনি। কলকাতার ২০৭ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১ রানে হেরে যায় আইপিএলে প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান।

আইপিএলের ইতিহাসে পরপর পাঁচটি ছক্কা মারার রেকর্ড আছে চার জন ব্যাটসম্যানের। এই তালিকায় আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, ভারতের রাহুল তেওয়াটিয়া, রবীন্দ্রা জাদেজা ও রিংকু সিং।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অবশ্য তিন জন ব্যাটসম্যান পরপর ছয় বলে ৬টি ছক্কা মেরেছেন। নেপালের দীপেন্দ্র সিং আইরি, ওয়েস্ট ইন্ডিজের কায়রন পোলার্ড এবং ভারতের যুবরাজ সিং এই বিরল রেকর্ড গড়েছেন। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য