ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান এবার নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি) টুর্নামেন্টের পরবর্তী আসরে একই ফ্রাঞ্চাইজির দল দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন বাংলাদেশি এই পেসার।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে মুস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দুবাই ক্যাপিটালস। এর আগে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামলেও এবার আইএল টি-টোয়েন্টি আসরে লুক উডের বদলি হিসেবে দল পেয়েছেন তিনি। প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান।
আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আইএল টি-টোয়েন্টির নিলাম তবে মুস্তাফিজকে নিলামের আগেই দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস। ২ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আসরের ফাইনাল হবে আগামী বছরের ৪ জানুয়ারি।
(স্পোর্টস ডেক্স)