চারজনকে আটক করেছে ডিবি পুলিশ,খুলনা নগরে একটি ওয়ার্কশপ কারখানায় অভিযান চালিয়ে ৩০টি আগ্নেয়াস্ত্র তৈরির যন্ত্রাংশসহ চারজনকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে নগরীর জোড়াগেট এলাকার গণপূর্ত অফিসার্স কোয়ার্টারের বিপরীত পাশের একটি গলিতে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন, কারখানার মালিক মো. নজরুল ইসলাম, আকবর আলী, শহিদুল ইসলাম ও পিকলু।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই কারখানায় আগ্নেয়াস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করে আসছিল। এর আগেও এখান থেকে অস্ত্রের চালান দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। কারখানায় অস্ত্রের বিভিন্ন অংশ তৈরি করা হলেও সেগুলোর সংযোজন করা হতো অন্য স্থানে।খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নগরীর ভেতরে এ ধরনের অস্ত্র তৈরির কারখানা অত্যন্ত উদ্বেগজনক। এ চক্রের সঙ্গে আরও কারা জড়িত এবং কোথাও আর কোনো কারখানা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
(নিউজ ডেক্স)






