১৮ এপ্রিল’২৫, শুক্রবার বিকেল ৪ টায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ-এর ২৩৮৬ তম সাপ্তাহিক সাহিত্য আসর অভিযাত্রিক সভাপতি তৈয়বুর রহমান বাবু – এর সভাপতিত্বে টাউন হল চত্বরস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কবি রায়হান আহমেদ রিমন- এর উপস্থাপনায় স্বরচিত লেখা পাঠ করেন তৈয়বুর রহমান বাবু, জোসেফ আখতার, একরাম হোসেন এলিজ, জাহিদ হোসেন, কামরুজ্জামান দিশারি, কুশল রায়, এস এম শহীদুল আলম, মাসুম মোরশেদ, রেজাউল করিম জীবন, নাহিদা ইয়াসমিন, মুমিনুল পথিক, বজলুর রশিদ, শরীফ আহমেদ, রায়হান আহমেদ রিমন, এস এম ইতি বেগম প্রমুখ । আসরে পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন কবি ও গীতিকার জাহিদ হোসেন।
আসরে সংগীত পরিবেশন করেন খ্যাতিমান শিল্পী রওশন আরা সোহেলী, ফারহান শাহীল লিয়ন ও একরাম হোসেন এলিজ।