28.1 C
Rangpur City
Saturday, September 13, 2025
Google search engine
Homeখেলাধুলাঅবশেষে প্রকাশ পেল এশিয়া কাপের সূচি

অবশেষে প্রকাশ পেল এশিয়া কাপের সূচি

আগামী ৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে এবারের এশিয়া কাপ, ফাইনাল ২৮ সেপ্টেম্বর। অবশেষে প্রকাশ পেল এশিয়া কাপের সূচি। মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়ার মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট। বিস্তারিত সময়সূচী শিগগিরই প্রকাশিত হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’(সাবেক টুইটার)-এ বিষয়টি নিশ্চিত করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভি।

তিনি লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ২০২৫ সালের এসিসি এশিয়া কাপ পুরুষদের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। টুর্নামেন্ট চলবে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।’

এবারের এশিয়া কাপ টুর্নামেন্টে ৮ দল অংশ নিচ্ছে। ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

এবার এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের একই গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনাই বেশি। ৮ দল নিয়ে টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে একই গ্রুপে ভারত-পাকিস্তানের থাকার অর্থ হলো দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলকে অন্তত দুবার মুখোমুখি হতে দেখা যাবে।

গ্রুপ পর্বের পর সুপার সিক্সে মুখোমুখি হবে দুই দল। ফাইনালে উঠলে সেটি হবে তৃতীয় মুখোমুখি, যা সম্প্রচারকদের আরও বেশি আয়ের সুযোগ তৈরি করবে। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য