মাননীয় বানিজ্য মন্ত্রির সঙ্গে (১৭ জুন) বৃহস্পতিবার তিস্তা বাঁচাও আন্দোলনের নেতারা দেখা করতে এলে তিনি এ কথা বলেন। তিনি জানান তিস্তা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে যে পরামর্শ দিয়েছেন তার আলোকে কাজ চলছে ।মাননীয় প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের জনগনের মঙ্গা বিদায় করেছেন। এখন চলছে অর্থনৈতিক বিপ্লবের এক মহাযজ্ঞ যেখানে তিস্তা ও ব্রহ্মপুত্র নদী খননের যে পরিকল্পনা হাতে নেয়া হয়েছে তাতে দুইপাড়ে অনেক প্রকল্প সহ গড়ে উঠবে নানারূপ কর্মকান্ড,তৈরী হবে কৃষিজমি । দুঃখ ঘুঁচবে এ অঞ্চলের মানুষের। পাশাপাশি অন্য এক প্রশ্নের জবাবে তিনি আশা প্রকাশ করেন আগামী অর্থ বছরে রংপুর মেডিকেল মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয় এ রূপান্তর হবে।পাশাপাশি রংপুর জেলা আলুচাষী ও আড়ত ব্যবসায়ীগণ মাননীয় বানীজ্য মন্ত্রির সঙ্গে দেখা করতে এলে তাদের উদ্দেশ্য বলেন সরকার কৃষি বান্ধব তাই কৃষকের জন্যসবসময় প্রধানমন্ত্রী প্রাধান্য এবং দৃষ্টি রেখেছেন ।
অচিরেই উত্তরবঙ্গে অর্থনৈতিক বিপ্লব হবে-রংপুরে বানিজ্য মন্ত্রি
RELATED ARTICLES