20.9 C
Rangpur City
Sunday, December 22, 2024
Google search engine
Homeবিভাগীয় খবরCAB-রংপুরের অভিযোগে দন্ডপ্রাপ্ত হলো "আর ডি লিঃ"

CAB-রংপুরের অভিযোগে দন্ডপ্রাপ্ত হলো “আর ডি লিঃ”

আহসান উল হক:

০৪ আগষ্ট বৃহস্পতিবার সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার বোলদিপুকুর এলাকার সলাইপুরে অবস্থিত রংপুর ডেইরী লিঃ এর মূল কারখানায় CAB-রংপুরের অভিযোগে নিয়মিত তদারকি চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়।

তদারকি চলাকালীন বিভিন্ন প্রস্তুত পণ্যের মাঝে অভিযোগকৃত বিএসটিআই সনদ বিহীন লিচি ও ম্যাঙ্গো ড্রিঙ্ক পাওয়া যায়। যাতে লেখা ছিল, “বিএসটিআই আওতামুক্ত।”

এ সময় প্রতিষ্ঠানটির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা দায় স্বীকার করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তাৎক্ষণিক অর্থ দন্ড আরোপ করে তা আদায় করা হয়। এবং বিএসটিআই সনদ নিয়ে এই ধরনের পণ্য উৎপাদন ও বাজারজাত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেন তদারকি অভিযানে নেতৃত্ব দানকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আফসানা পারভীন। পাশাপাশি ভবিষ্যতে শিশুদের জন্য উৎপাদিত পণ্যের বিষয়ে সতর্ক ও সচেতন থাকতে বলেন। সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিংয়ে তিনি এই ধরনের জুস শিশুদের না খাওয়ানোর পরামর্শ দেন। অভিযানে সহযোগিতা করেন CAB-রংপুর ও মিঠাপুকুর থানা পুলিশের সদস্যবৃন্দ।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য