মো:রিদওয়ান নুর রহমান,রংপুর মহানগর প্রতিনিধি-
সমাজসেবায় একুশে পদক (২০২২) প্রাপ্ত উত্তরবঙ্গ জাদুঘর, নতুন শহর কুড়িগ্রাম এর প্রতিষ্ঠাতা জনাব এস.এম আব্রাহাম লিংকন এঁর নিকট হতে জনাব মোঃ আসিব আহসান, জেলা প্রশাসক, রংপুর মহোদয়ের নিকট প্রেরিত কৃতজ্ঞতা পত্র।
জনাব মোঃ আসিব আহসান, জেলা প্রশাসক, রংপুর গত ০৬/০৮/২০২২ তারিখ উত্তরবঙ্গ জাদুঘর, নতুন শহর কুড়িগ্রাম পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক মহোদয় রংপুর জেলার সাহেবগঞ্জ বধ্যভূমি থেকে স্মৃতিফলক নির্মাণকালে প্রাপ্ত শহিদ মুক্তিযোদ্ধাদের পরিধেয় পুরাতন ও ক্ষয়ে যাওয়া রক্তমাখা পোশাক (যাতে বুলেটের আঘাতে ফুটো হয়ে যাওয়া চিহ্ন আছে), বধ্যভূমি থেকে পাওয়া গণহত্যার শিকার শহিদের দু’টি হাড় এবং রংপুর টাউনহল বধ্যভূমি যেখানে বিপুল সংখ্যক নারী-পুরুষকে হত্যার পর একটি পাকা ইদারায় ডাম্পিং করা হয়েছিল;সেই ইদারার একটি ইট উত্তরবঙ্গ জাদুঘরে স্মৃতিস্মারক হিসেবে এককালীন হস্তান্তর করেন।
স্মারকগুলো দিয়ে উত্তরবঙ্গ জাদুঘরটিকে সমৃদ্ধ করতে বিশেষ অবদান রাখায় চেয়ারম্যান, উত্তরবঙ্গ জাদুঘর মহোদয় জনাব মোঃ আসিব আহসান, জেলা প্রশাসক, রংপুর মহোদয়ের কাছে কৃতজ্ঞতা পত্র প্রেরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রেজাউল করিম, জেলা প্রশাসক, কুড়িগ্রাম ও প্রধান পৃষ্ঠপোষক, উত্তরবঙ্গ জাদুঘর।