অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্রবার (৯ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা।
এবং আর্কিটেকচার পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত দেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
‘এ’ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষায় ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ নেবে।
এছাড়া বিকেলের আর্কিটেকচার পরীক্ষায় ৩ হাজার ১৩৯ জন অংশ নেবে। এর মধ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১২২ জন পরীক্ষা দেবে।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ জানান- ‘সি’ ও ‘বি’ ইউনিটের মতো ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে নেওয়ার লক্ষ্যে পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তথ্যকেন্দ্র এবং পরীক্ষা চলাকালে অভিভাবকদের জন্যও নির্ধারিত স্থানে নিরাপদে বসার ব্যবস্থা করা হয়েছে।
কমিটির আহ্বায়ক গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভাইস-চ্যান্সেলরদের সঙ্গে সভা করে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেছেন। সভায় উপস্থিত সদস্যরা পরীক্ষার সব প্রস্তুতি সন্তোষজনক বলে মত প্রকাশ করেন। (শিক্ষা ডেস্ক)