জেলা প্রতিনিধি-
০৬ সেপ্টেম্বর,২০২২,বৃহস্পতিবার সকালে রংপুর নগরীর বাবু পাড়ায় অবস্থিত “স্বাদ বেকারী”তে তদারকি চলাকালীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের আভিযানিক দলের নিকট ধরা পড়ে, খাদ্য উৎপাদন বিষয়ক নানা রকম অসঙ্গতি। এর মধ্যে ওই প্রতিষ্ঠানের স্টোর রুমে গিয়ে পাওয়া গেল আগামী ০৮ই সেপ্টেম্বর মেয়াদ দেয়া বিভিন্ন ধরনের কেক ৷
এছাড়াও প্রোডাকশন রুমে গিয়ে পাওয়া গেল নিষিদ্ধ রং সহ নানা প্রকার অনুমোদিত রাসায়নিক পদার্থ। প্রতিষ্ঠানটির মালিক যার সঠিক ব্যাখ্যা দিতে পারেননি ৷
এরূপ অবস্থার প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিক ৬০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ৷
এসময় আভিযানিক দলে ছিলেন, সহকারী পরিচালক মো: বোরহান উদ্দিন এবং সহকারী পরিচালক মো: আরিফ মিয়া ৷ আরো উপস্থিত ছিলেন, CAB রংপুরের প্রতিনিধি,ডিএনসিআরপি এর গবেষনাগার সহকারী এবং মেট্রোপলিটন পুলিশ সদস্য বৃন্দ৷
পরে আশরতপুর এলাকায় তদারকি চলাকালীন আরো দু’টি প্রতিষ্ঠানে মূল্য তালিকা না টাঙানো সহ নানা কারণে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় আরো ২০০০ টাকা নগদ জরিমানা করেন সহকারী পরিচালকগণ ৷