২রা জানুয়ারি (বৃহস্পতিবার) শিল্পধারা শিশু কিশোর সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের স্থায়ী কার্যালয়ে আলম নগর পীরপুর স্টেশন রোড রংপুরে দিনব্যাপী পালিত হলো শিল্পধারা উৎসব ২০২৫ শিশুদের প্রতিভা বিকাশের জন্য সকাল ১০ টায় আবৃত্তি, চিত্র অংকন, খেলাধুলা ও অভিভাবকদের খেলাধুলা প্রতিযোগিতার মধ্যদিয়ে
বিকেল ৩টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণী,নাচ, গান, কবিতা আবৃত্তি, সহ কেক কাটার মধ্য দিয়ে পালিত হল শিল্পধারা উৎসব এতে উপস্থিত ছিলেন শিল্পধারার প্রতিষ্ঠাতা পরিচালক মো; রফিকুল ইসলাম লিখু তার পিতা মো; ইলিয়াসছ মিয়া, এবং মাতা মোছা: রাশেদা বেগম সহ শিক্ষক মারুফ বিল্লাহ, নুঝুম, লাইজু ইসলাম, লাইলাতুল ইসলাম রোদেলা, ইয়াছমিন আরা, রওজাতুল ইসলাম সহ শিল্পধারার ছাত্র-ছাত্রীসহ ও অভিভাবক বৃন্দ ।