মো:রিদওয়ান নুর রহমান,রংপুর মহানগর প্রতিনিধি-
নারকীয় ২০০৪ সালের ২১শে আগস্ট বিভীষিকাময় ভয়াল গ্রেনেড হামলা হয়। ২১শেআগস্ট,২০২২,
রবিবার গ্রেনেড হামলা দিবস উপলক্ষে সকাল ৭ টায় রংপুর জেলা আওয়ামী লীগের কর্মসূচীর অংশ হিসেবে রংপুর নগরীর বেতপট্টিতে অবস্থিত দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন,দলীয় পতাকা অর্ধনমিত করণ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতা কর্মীরা ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে এই নারকীয় হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের জন্য সরকারের কাছে অনুরোধ করেন।