ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন আন্তর্জাতিক ফুটবলে নতুন ইতিহাস গড়লেন রোববার (১৬ নভেম্বর) রাতে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। এই ম্যাচেই জোড়া গোল করে আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের রেকর্ডকে পেছনে ফেলেন কেইন। পেলেকে ধরতে মাত্র একটি গোল দরকার ছিল ৩২ বছর বয়সী কেইনের। কিন্তু আলবেনিয়ার বিপক্ষে যেন অন্য রূপে হাজির ছিলেন বায়ার্ন মিউনিখ তারকা। ইংল্যান্ডের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে শতভাগ জয়ের ধারা অব্যাহত রাখার ম্যাচে জোড়া গোল করে পেলেকে ছাড়িয়ে গেলেন এই স্ট্রাইকার।
৭৪তম মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে তৈরি গোলসুযোগ কাজে লাগিয়ে কাছ থেকে বল জালে পাঠান কেইন। আর সেই গোলেই পেলার ৭৭ গোলের রেকর্ড সমান করে ফেলেন কেইন। এর আট মিনিট পর দুর্দান্ত এক হেডে নিজের দ্বিতীয় ও ইংল্যান্ডের দ্বিতীয় গোলটি করেন তিনি। কিংবদন্তি পেলে ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচে করেছিলেন ৭৭ গোল। সেই রেকর্ড ভাঙতে কেইনের প্রয়োজন হয় ১১২ ম্যাচ। চলতি ২০২৫–২৬ মৌসুমে তিনি যে দারুণ ফর্মে আছেন তার প্রমাণ—ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট ২৩ ম্যাচে তার গোলসংখ্যা এখন ২৮। বায়ার্ন মিউনিখের অপরাজিত যাত্রায়ও তার প্রভাব স্পষ্ট। এমন পারফরম্যান্সই বলছে—কেবল ইংল্যান্ড নয়, বিশ্ব ফুটবলে আরেকটি বড় নাম হিসেবে উঠে আসছেন হ্যারি কেইন।
ইউরোপীয় ফুটবল বিশেষজ্ঞরা ইতোমধ্যে বলছেন—কেইনের এই ধারাবাহিকতা তাকে ২০২৬ ব্যালন ডি’অরের অন্যতম আলোচ্য ফেভারিটে পরিণত করেছে। এই দৌড়ে তার সঙ্গে আছেন কিলিয়ান এমবাপ্পে, লামিন ইয়ামাল ও নরওয়ের আর্লিং হালান্ড।
(স্পোর্টস ডেক্স)






