প্রায়ই শোনা ও দেখা যায় ব্যবহারকারীদের সম্মতি ছাড়াই অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করেন। কেউবা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করেপ্রচারণামূলক তথ্য পাঠান। চাইলে খুব সহজেই এই ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। হোয়াটসঅ্যাপের সেটিংস পরিবর্তন করে এ ধরনের অনাকাঙ্ক্ষিত গ্রুপে যুক্ত হওয়া বন্ধ করা যায়। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি।
অনাকাঙ্ক্ষিত গ্রুপে যুক্ত হওয়া বন্ধের জন্য প্রথমে স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। এবার উপরের ডান দিকের কোনায় থাকা তিনটি ডট আইকনে ক্লিক করুন। এই ধাপে সেটিংস মেনুতে প্রবেশ করে প্রাইভেসি অপশন নির্বাচন করতে হবে। সেখানে গ্রুপস অপশন দেখা যাবে। পরের পেজে হু ক্যান অ্যাড মি গ্রুপসের নিচে থাকা ‘এভরিওয়ান’, ‘মাই কনটাক্টস’ ও ‘মাই কনটাক্টস এক্সসেপ্ট’—এই তিনটি অপশন দেখা যাবে।
‘এভরিওয়ান’ অপশন নির্বাচন করার ফলে ব্যবহারকারীর ফোন নম্বর জানা থাকা যেকোনো ব্যক্তি অনুমতি ছাড়াই নতুন গ্রুপে যুক্ত করতে পারবেন। অন্যদিকে মাই কনটাক্টস অপশন নির্বাচন করলে শুধু কনটাক্ট তালিকায় থাকা ব্যক্তিরা গ্রুপে যুক্ত করতে পারবেন। একইভাবে মাই কনটাক্টস এক্সসেপ্ট অপশনটি নির্বাচন করলে কনটাক্ট তালিকায় থাকা নির্দিষ্ট ব্যক্তিরা চাইলেও কোনো গ্রুপে যুক্ত করতে পারবেন না।
এই তিন অপশন থেকে আপনার সুবিধা মতো একটি নির্বাচন করতে হবে। যদি আপনি কিছু দরকারি গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাইলে শেষের অপশনটা নির্বাচন করতে পারেন। এতে করে আপনার কাছের বন্ধু, অফিসের কলিগ এবং দরকারিও ব্যক্তিদের গ্রুপে থাকতে পারবেন। আর নিরাপত্তার কথা ভাবার পাশাপাশি বিজ্ঞাপন এড়িয়ে যেতে চাইলে প্রথম অপশনটি নির্বাচন না করাই ভালো।
(প্রযুক্তি ডেস্ক)