১৩ সেপ্টেম্বর ২০২৫ রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন বানুপাড়া গ্রামের মোঃ আব্দুল আউয়াল এর একটি স্যামসাং A03s মোবাইল ফোন হারিয়ে যায়। এ ঘটনায় তিনি হারাগাছ থানায় সাধারণ ডায়েরী (জিডি নং-৬৯৪, তারিখ-২৩/০৮/২০২৪ইং) করেন।
পরবর্তীতে হারাগাছ থানার এএসআই (নিঃ) রনজিৎ দাস তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারকৃত মোবাইল ফোনটি থানার অফিসার ইনচার্জের মাধ্যমে প্রকৃত মালিক মোঃ আব্দুল আউয়ালের নিকট হস্তান্তর করা হয়।
হারানো মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগী থানার পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।