হাতির বিভিন্ন কাণ্ডকারখানা আমরা ভাইরাল হতে দেখি। হাতির কাদায় গড়াগড়ি দেওয়া, স্নান করার দৃশ্য অথবা গানের সাথে নাচ করতেও দেখা যায়। এবার ভাইরাল হলো হাতি শুঁড়ের সাহায্যে ছবি আঁকছে শুঁড়ের সাহায্যে হাতি রংতুলি দিয়ে নিজের ছবি আঁকছে। প্রশিক্ষক হাতির পাশে দাঁড়িয়ে থাকেন এবং রং তুলিতে রং মাখিয়ে দেন আর হাতিটি শুঁড়ের সাহায্যে রং তুলিটি শক্ত করে ধরে ক্যানভাসের উপর ছোপ দিচ্ছে ।
টুইটার থেকে জানা যায় যে, ৯বছর বয়সী হাতিটির নাম নং থানওয়া।থাইল্যান্ডের মেইট্যাঙ হাতি সংরক্ষণশালার রক্ষণাবেক্ষণের জন্য অনলাইনের মাধ্যমে অর্থ সংগ্রহের কাজ চলছে। এর উপর একটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয় এবং ছবিটিও প্রদর্শন করা হয়। ছবিটি প্রায় ৪ লাখ ১১ হাজার টাকায় বিক্রি হয়।
সূত্র – আনন্দ বাজার