নতুন প্রযুক্তি এনেছে চীনের আলিপে প্লাস ও ইলেকট্রনিক্স নির্মাতা মেইজু, যেখানে স্মার্ট গ্লাস পরেই দোকানে বিল পরিশোধ করা যাবে। সম্প্রতি হংকংয়ে পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তি ব্যবহৃত হয়, যেখানে Starvis Snap স্মার্ট গ্লাস ব্যবহার করে আলিপে এইচকে’র মাধ্যমে কেনাকাটার বিল মেটানো হয় মোবাইল বা কার্ড ছাড়াই।
বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি বিশেষভাবে সহায়ক হবে প্রতিবন্ধী ব্যক্তি, সিনিয়র সিটিজেন এবং হ্যান্ডস-ফ্রি অভিজ্ঞতা খোজেন এমন সকলের জন্য।সত্যিই, এটি ভবিষ্যতের লেনদেন ব্যবস্থায় একটি যুগান্তকারী পদক্ষেপ।
এই গ্লাসে বিল্ট-ইন ক্যামেরা ও ডিসপ্লের মাধ্যমে QR কোড স্ক্যান করে অথবা চশমার টাচ কন্ট্রোল ব্যবহার করে পেমেন্ট সম্পন্ন করা সম্ভব। অর্থাৎ এখন শুধু পকেটে ফোন বা মানিব্যাগ না থাকলেও চোখের চশমা দিয়েই কেনাকাটা সেরে ফেলা যাবে।
ডিজিটাল পেমেন্টে এটা এক বিশাল অগ্রগতি।
আলিপে প্লাস কর্তৃপক্ষ জানিয়েছে, এই সফল ট্রায়াল ভবিষ্যতের ডিজিটাল অর্থনীতিতে এক নতুন যুগের সূচনা করেছে। স্টারভি স্ন্যাপ স্মার্ট গ্লাস মূলত একটি অগমেন্টেড রিয়ালিটি (এআর) ভিত্তিক ডিভাইস, যার ভেতরে রয়েছে ইনবিল্ট ক্যামেরা, নয়েজ ক্যানসেলিং মাইক্রোফোন এবং এআই প্রসেসিং ইউনিট।
এই স্মার্ট গ্লাস আসলে ভবিষ্যতের ডিজিটাল লেনদেনকে একদম নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে।
মূল বৈশিষ্ট্য-কিউআর স্ক্যান + ভয়েস কমান্ড + হেড জেসচার: একাধিক ইন্টারফেসে পেমেন্ট সুবিধা
ভার্চুয়াল ইন্টারফেস: চোখের সামনেই অপশন নির্বাচন, এমাউন্ট নির্ধারণ ও অনুমোদন
এআই প্রসেসিং: মুখের অভিব্যক্তি, চোখের মুভমেন্ট বিশ্লেষণ করে দ্রুত রেসপন্স। পার্সোনালাইজড সাজেশন: আগের লেনদেন বিশ্লেষণ করে সময় ও প্রয়োজন অনুযায়ী প্রস্তাব
সব মিলিয়ে, এই স্মার্ট গ্লাস প্রযুক্তি শুধু আরামদায়ক নয়, বরং অত্যন্ত বুদ্ধিমান এবং নিরাপদ পেমেন্ট মাধ্যমও। দ্রুতই এটা আরও বাজারে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য রয়েছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন। যা নিশ্চিত করে যে, ব্যবহারকারীর পেমেন্ট ডাটা কোনভাবেই লিক হবে না।
(প্রযুক্তি ডেস্ক)