34.5 C
Rangpur City
Tuesday, September 2, 2025
Google search engine
Homeখেলাধুলাসৌদি ক্লাব ভিনিকে দলে নিতে চায় ৩৫০মিলিয়ন রেকর্ড ট্রান্সফার ফিতে

সৌদি ক্লাব ভিনিকে দলে নিতে চায় ৩৫০মিলিয়ন রেকর্ড ট্রান্সফার ফিতে

রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে। তবে এর আগেই ব্রাজিলিয়ান এই উইঙ্গারের সঙ্গে নতুন চুক্তি করতে চায় ক্লাবটি। কিন্তু নতুন চুক্তির শর্ত হিসেবে বড় অঙ্কের বোনাস এবং বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন ভিনিসিয়ুস। এমন পরিস্থিতিতে এই সুযোগ কাজে লাগাতে আগ্রহ দেখিয়েছে সৌদি আরবের ক্লাব আল আহলি।

২০১৭ সালে মাত্র ১৬ বছর বয়সে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে রিয়ালে যোগ দেন ভিনিসিয়ুস। বর্তমানে বয়স ২৫। আল আহলি মনে করছে, এই বয়সেই ক্যারিয়ারের সেরা ফর্মে পৌঁছাতে যাচ্ছেন ভিনি। সেই সম্ভাবনাকে সামনে রেখেই তাকে নিয়ে বড় পরিকল্পনায় নেমেছে সৌদি ক্লাবটি। এখন দেখার বিষয়, রিয়াল মাদ্রিদ ও ভিনিসিয়ুস এই রেকর্ড প্রস্তাবের কী জবাব দেন।

ইউরোপীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, রিয়াল মাদ্রিদকে ৩৫০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আল আহলি। যদি এই প্রস্তাব রিয়াল গ্রহণ করে, তাহলে এটি হবে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল দলবদল। এর আগে ২০১৭ সালে নেইমার বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দিয়েছিলেন, যা এখনো পর্যন্ত সর্বোচ্চ।

শুধু ট্রান্সফার ফি নয়ব্যক্তিগতভাবে ভিনিসিয়ুসকেও আর্থিক দিক থেকে বিশাল প্রস্তাব দিতে যাচ্ছে আল আহলি। পাঁচ বছরের জন্য ১ বিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব দেওয়া হতে পারে তাকে, যার মানে বছরে ২০০ মিলিয়ন ইউরো। এই চুক্তি হলে দ্বিতীয় সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলার হবেন তিনি। বর্তমানে সবচেয়ে বেশি বেতন পান আল নাসরের ক্রিস্টিয়ানো রোনালদো—বছরে ২৪৪ মিলিয়ন ইউরো।

২০২৪-২৫ মৌসুমে রিয়ালের হয়ে ৫৮ ম্যাচে ১৯ গোল করেন ভিনিসিয়ুস। যদিও গত মৌসুমে তার পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী ছিল না, তবে তিনি নিজে একাধিকবার জানিয়েছেন, রিয়াল ছাড়তে চান না। তা সত্ত্বেও, গত এক বছর ধরেই সৌদি ক্লাবগুলো, বিশেষ করে আল আহলি, তাকে দলে ভেড়াতে চেষ্টা করে যাচ্ছে। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য