১৪ফেব্রুয়ারি,২০২৫,শুক্রবার,বিকেল ৪টার দিকে বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর বানিয়াজান স্পার (বাঁধ) এলাকায় নদীতে নেমে মোবাইল ফোনে সেলফি তোলার সময় কলেজ পড়ুয়া ৪ বন্ধু নিখোঁজ হয়েছেন। এরমধ্যে স্থানীয়রা ৩ জনকে উদ্ধার করলেও এখনও একজন নিখোঁজ রয়েছেন। এই ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষার্থী হলেন- জুনায়েদ রহমান (১৮)। তিনি বগুড়ার শেরপুর শহরের টাউন কলোনির জাহিদুল ইসলামের ছেলে। এছাড়া উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন- একই এলাকার আবুল কালামের ছেলে মাফিজ ইকবাল (১৮), গোলাম সরোয়ারের ছেলে সোয়েব আহম্মেদ (১৮) ও সোলায়মান আলির ছেলে অওফি হাসান (১৮)। তারা সবাই সুস্থ রয়েছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়-শুক্রবার বিকেলে ওই ৪ বন্ধু বানিয়াজার স্পার এলাকায় বেড়াতে আসেন। এরপর নদীতে নেমে মোবাইল ফোনে সেলফি তোলেন।
এক পর্যায়ে অসাবধানতাবশত যমুনা নদীতে পড়ে ডুবে যায় তারা। পরে স্থানীয়দের সহযোগিতায় ৩ জনকে উদ্ধার করলেও এখনও একজনকে নিখোঁজ রয়েছেন।
ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল হক বলেন- যমুনা নদীর পানিতে প্রবল স্রোত বইছে। নিখোঁজ জুনায়েদ রহমানকে উদ্ধার করতে রাজশাহীর ডুবুরি দলের সদস্যদের জানানো হয়েছে। তারা রাজশাহী থেকে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। (ডেস্ক নিউজ)