রিদওয়ান ইসলাম বিহন :
বিকাশ এ্যাপ এখন খুজে দিবে বিকাশ এজেন্ট , গ্রাহক সেবা কেন্দ্র এখন ব্যাংকের এটিএমও দেখাবে বিকাশ ম্যাপ।সম্প্রতি ম্যাপ অপশনে যুক্ত হয়েছে নিকটস্থ এটিএম এর তালিকা, যেখানে সহজে ক্যাশ আউট করতে পারবেন একজন গ্রাহক। বিকাশ ব্যাবহার করা এখন আরো সহজ ও সুন্দর হয়ে যাবে। প্রায় ২২ লাখ বারের বেশি বিকাশ ম্যাপ ব্যবহার করেছেন বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। হাজারে মাত্র ১৪ দশমিক ৯০ টাকা খরচে একজন গ্রাহক ক্যাশ আউট করার সেবা পাচ্ছেন।