26.2 C
Rangpur City
Thursday, March 20, 2025
Google search engine
Homeআন্তর্জাতিকসুনীতা উইলিয়ামস-বুচ উইলমোর পৃথিবীতে ফিরলেন

সুনীতা উইলিয়ামস-বুচ উইলমোর পৃথিবীতে ফিরলেন

সুনীতা ও বুচ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন গত বছরের ৫ জুন বোয়িং নির্মিত স্টারলাইনার রকেটে করে।কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তারা মাত্র আট দিনের জায়গায় মিশনে প্রায় দীর্ঘ ৯ মাস অরবিটে অবস্থান করতে হয়। অবশেষে নাসার নভোচারী নিক হেইগ ও রুশ মহাকাশচারী আলেক্সান্দর গর্বুনভের সঙ্গে স্পেসএক্সের একটি ক্যাপসুলে চড়ে তারা পৃথিবীতে ফিরছেন মার্কিন নভোচারী বুচ উইলমোর ও সুনীতা উইলিয়ামস।

এরপর খুলে যায় চারটি প্যারাসুট যা তাদের ফ্লোরিডা উপকূলে পৌঁছে দেয়। এরপর একটি পুনরুদ্ধার জাহাজ ক্যাপসুলটিকে পানি থেকে তুলে নেয়। ক্যাপসুলটি খোলার পরে বেরিয়ে আসেন মহাকাশচারীরা, তখন তারা বিস্মিত হয়ে হাত নাড়িয়েছিলেন। তাদের সহকর্মী ক্রু সদস্যরা তাদের বেরিয়ে আসতে সাহায্য করেছিলেন।

নাসার বাণিজ্যিক ক্রু প্রোগ্রামের ব্যবস্থাপক স্টিভ স্টিচ এক সংবাদ সম্মেলনে বলেন- ‘ক্রুরা দুর্দান্ত কাজ করছে।’ এর ফলে মাত্র আট দিনের জন্য স্থায়ী হওয়ার কথা ছিল, এমন একটি মিশন দীর্ঘ ৯ মাস পর সমাপ্তি হলো।

নাসার মহাকাশ অপারেশন মিশন ডিরেক্টরেটের ডেপুটি অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর জোয়েল মন্টালবানো বলেন, ‘ক্রু ৯-কে বাড়িতে পৌঁছে দেওয়া অসাধারণ একটি ঘটনা।’ মহাকাশচারীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন- ‘স্পেসএক্স আমাদের একটি দুর্দান্ত অংশীদার।

মহাকাশচারীদের বাড়ি ফিরতে ১৭ ঘন্টা সময় লেগেছে। পৃথিবীতে ফেরার পর তাদের স্ট্রেচারের সাহায্য নিতে হয়েছে। ওজনহীন পরিবেশে এতক্ষণ কাটানোর পর একটি সাধারণ ঘটনা। প্রথমে একটি মেডিকেল টিম তাদের পরীক্ষা করবে এবং তারপর তাদের পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হবেন তারা।
মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার পর অনেক পরীক্ষা–নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় তাদের।

কারণ এত দিন মহাকাশে থাকার পর পৃথিবীতে ফিরলে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে- দীর্ঘদিন মহাকাশে শূন্য মাধ্যাকর্ষণে থাকার কারণে নানা শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় হেরফের ঘটে। (আন্তর্জাতিক ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য