27.8 C
Rangpur City
Saturday, July 26, 2025
Google search engine
Homeবিনোদন ও লাইফস্টাইলসিনেমা প্রদর্শনী চলাকালীন প্রেক্ষাগৃহের ছাদ ধসে পড়লো

সিনেমা প্রদর্শনী চলাকালীন প্রেক্ষাগৃহের ছাদ ধসে পড়লো

‘ফাইনাল ডেস্টিনেশন ব্লাডলাইনস’ সিনেমা প্রদর্শনী চলাকালীন আর্জেন্টিনার লা প্লাটা শহরে প্রেক্ষাগৃহের ছাদ ধসে পড়লো।এতে করে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হলেন দর্শকরা ডেডলাইনের
প্রতিবেদনে বলা হয় গত ১৯ মে রাত ৯টার দিকে আর্জেন্টিনার ওচো সিনেপ্লেক্সের চার নম্বর হলে এই ঘটনা ঘটে।

১৬ মে মুক্তি পাওয়া ‘ফাইনাল ডেস্টিনেশন ব্লাডলাইন্স’ ইতোমধ্যেই বিশ্বব্যাপী ১০২ মিলিয়ন ডলার আয় করেছে এবং এটি সিরিজটির ইতিহাসে সবচেয়ে সফল উদ্বোধনী সিনেমা বলে বিবেচিত হচ্ছে। সিনেমার ভয়ঙ্কর কাহিনি যেন বাস্তবে পরিণত হলো লা প্লাটার শহরের এই দুর্ঘটনায়।

প্রায় ৪০ জন দর্শক ‘ফাইনাল ডেস্টিনেশন ব্লাডলাইনস’ দেখছিলেন। এটি ছিল হরর ফ্র্যাঞ্চাইজি ‘ফাইনাল ডেস্টিনেশন’-এর ষষ্ঠ কিস্তি। দর্শকরা জানান হঠাৎ ছাদের একাংশ ধসে পড়ে হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধ্বংসাবশেষ পড়ে আহত হন কয়েকজন দর্শক। এ ঘটনায় এখনও নিহতের ঘটনা না ঘটলেও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

আহত দর্শকদের একজন, ২৯ বছর বয়সী ফিয়ামা ভিলাভেরদে, তার ১১ বছর বয়সী মেয়ে ও এক বন্ধুর সঙ্গে সিনেমাটি দেখতে গিয়েছিলেন। তিনি স্থানীয় গণমাধ্যমকে বলেন, প্রথমে মনে হয়েছিল সিনেমার কোনো শব্দ হচ্ছে। পরে দেখি আমার কাঁধ, পিঠ, হাঁটু ও পায়ে কিছু পড়ে আঘাত লেগেছে। ভাগ্য ভালো, আমি হাতলের ওপর হেলান দিয়ে বসে ছিলাম, তাই মাথায় লাগেনি।

ঘটনাস্থলে ধারণ করা ভিডিওতে দেখা যায়, হলের ছাদে বড় একটি ফাঁক তৈরি হয়েছে এবং চারপাশে ছড়িয়ে রয়েছে ধ্বংসাবশেষ। দর্শকরা চিৎকার করছেন এবং দ্রুত সরে যাওয়ার চেষ্টা করছেন। তবে হল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

স্থানীয়রা ধারণা করছেন, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে ছাদে পানি জমে এই ধসের ঘটনা ঘটতে পারে। আহত ফিয়ামা জানিয়েছেন, তিনি কয়েকদিন কর্মস্থলে যেতে পারেননি এবং এক্স-রেতে তার শরীরে অভ্যন্তরীণ আঘাত পাওয়া গেছে। তিনি আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন। (বিনোদন ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য