নিজস্ব প্রতিনিধি:
মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দ্বিতীয় দফায় মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর,২০২১,মঙ্গলবার সারা দেশে সকল সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়নে দিনব্যাপী সকাল ৯টা থেকে পরিচালিত হয় গণ টিকাদান কর্মসূচী। বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে ৭৫ লক্ষ ডোজ কোভিড-১৯ গণটিকাদান কর্মসূচীর আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর।
এরই ধারাবাহিকতায় কোভিড-১৯ গণ টিকাদান কর্মসূচীতে শুধুমাত্র যাদের ১ম ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়। তাদের জন্য একইভাবে ২৮ অক্টোবর, বৃহস্পতিবার সারাদেশে ক্যাম্পেইনের মাধ্যমে ২য় ডোজ টিকা প্রদান করা হয়।
রংপুর সিটি কর্পোরেশন ২৮নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, আশরতপুর এলাকার এস আর হোসেন মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়- গণ টিকাদান কেন্দ্রে মাস্ক পরিধান করে টিকা গ্রহণকারীরা উপস্থিত হন এবং সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে প্রত্যেকে টিকা গ্রহণ করেন। নিজ এলাকায় কোভিড-১৯ দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করতে টিকা গ্রহণকারীরা গণ টিকাদান কেন্দ্রে ভিড় জমান।