নিজস্ব প্রতিনিধি:
২৮ সেপ্টেম্বর,২০২১,মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে সারা দেশে সকল সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়নে দিনব্যাপী সকাল ৯টা থেকে পরিচালিত হয় গণ টিকাদান কর্মসূচী। বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে ৭৫ লক্ষ ডোজ কোভিড-১৯ গণটিকাদান কর্মসূচীর আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর।
এই গণ টিকাদান কর্মসূচীতে শুধুমাত্র ১ম ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়। পরবর্তী মাসে একইভাবে ক্যাম্পেইনের মাধ্যমে ২য় ডোজ প্রদান করা হবে। রংপুর সিটি কর্পোরেশন ২৮নং ওয়ার্ড আশরতপুর এলাকার এস আর হোসেন মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন কেন্দ্র ঘুরে লক্ষ্য করা যায়- গণ টিকাদান কেন্দ্রে মাস্ক পরিধান করে টিকা গ্রহণকারীরা আসেন এবং সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে প্রত্যেকে টিকা গ্রহণ করেন। নিজ এলাকায় কোভিড-১৯ টিকা গ্রহণ করতে পেরে সবাই আনন্দিত। সকাল থেকেই গণ টিকাদান কেন্দ্রে টিকা গ্রহণকারীরা উৎসাহ নিয়ে জমায়েত হন।