31.1 C
Rangpur City
Saturday, September 21, 2024
Google search engine
Homeভিন্ন স্বাদের খবরসামাজিক দুরুত্ব মেনে বাঁশের ডগায় মালা ঝুলিয়ে বর-কনের মালা বদল।

সামাজিক দুরুত্ব মেনে বাঁশের ডগায় মালা ঝুলিয়ে বর-কনের মালা বদল।

শুধুমাত্র ৫০ জন আমন্ত্রিত অতিথি নিয়ে পালিত হয় এই বিয়ে! কেউ বাবুই পাখির বাসা দিয়ে মাস্ক বানিয়েছেন, কেউ বা পাটের বস্তা মুখে বেঁধেছেন এই সময়। আবার কোথাও কোথাও দেখা যায় বিয়ের কনে মাস্কের উপর দিয়ে আজব কায়দায় নথ পরতে। এরকম ঘটনা আমরা প্রায়ই শুনে থাকি। তবে কখনো কি শুনেছেন বাঁশের ডগায় মালা ঝুলিয়ে একে অপরকে মালাবদল করতে? কি শুনে চমকে গেলেন নিশ্চয়? চমকে যাওয়ারই কথা। এমনটাই ঘটেছে ভারতের বিহার রাজ্যের বেগুসরাই জেলায়।পাত্র কীর্তেশ কুমার ও পাত্রী জ্যোতি কুমারী, দু’জনের হাতেই রয়েছে একটি করে বাঁশের কঞ্চি।


ছবিঃ সামাজিক যোগাযোগ মাধ্যম।

সূত্রঃডেইলি বাংলাদেশ/এসএ

News Desk
News Deskhttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য