রংপুর সদর প্রতিনিধি-
১০ অক্টোবর,২০২২,সোমবার দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রংপুর জেলা কমান্ডার কাউন্সিলের আয়োজনে সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটাসহ সাত দফা দাবিতে রংপুর নগরীতে মানববন্ধন সমাবেশ ও স্বারকলিপি প্রদান কর্মসূচী রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পালন করেন মুক্তিযোদ্ধা সন্তানরা।
সমাবেশে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও রংপুর জেলা কমান্ড কাউন্সিলের সভাপতি সাংবাদিক সুশান্ত ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর মহানগর কমান্ড কাউন্সিলের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি খন্দকার মাহামুদ এলাহী বিপ্লব, বদরগঞ্জ উপজেলা কমান্ড কাউন্সিলের সভাপতি মোস্তাকিন বিল্লা, সদস্য দেবাশীস সাহা প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পরও মুক্তিযোদ্ধাদের সন্তানেরা সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত। আমরা সাংবিধানিক স্বীকৃতি চাই। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার ক্ষমতায় থাকার পরও আমাদের আন্দোলন করতে হচ্ছে। আমরা চাই সরকার প্রধান আমাদের দাবিগুলো মেনে নিয়ে সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা সংরক্ষণের নিশ্চয়তা প্রদান করুক। হাসপাতাল, সরকারি অফিস, বিমানবন্দরসহ সব জায়গায় মুক্তিযোদ্ধাদের ভিআইপি মর্যাদা দেয়া হোক।
এসময় দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এ আন্দোলন চালিয়ে যাবেন বলে হুশিয়ারি দেন তারা। পরে রংপুর জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন।